‘ঢাকা নয়াপল্টনে ৩জি, ৪জি সংযোগ বন্ধের নির্দেশ’

রাজধানীর নয়াপল্টন এলাকায় ৩জি ও ৪জি ইন্টারনেট সংযোগ বন্ধের নির্দেশ দিয়েছে বিটিআরসি।
আজ দুপুর থেকে সমাবেশ এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ নেই বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

পরিচয় প্রকাশ না করার শর্তে মোবাইল অপারেটরদের একাধিক সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) মোবাইল ফোন অপারেটরদের আজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নয়াপল্টন এলাকায় ৩জি এবং ৪জি পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

আজ বুধবার সকাল থেকেই এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে হাজারো নেতাকর্মী জড়ো হতে শুরু করেন।

নবীনগর বাইপাইল এলাকা থেকে সমাবেশে আসা বিএনপি কর্মী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুপুর ১২টার দিকে আমি নয়াপল্টনে আসি। আসার পর থেকেই এখানে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ পাচ্ছি না। কারো সঙ্গে যোগাযোগ করতে পারছি না।’

খবর পাঠানোর জন্য নয়াপল্টন সমাবেশস্থল থেকে সাংবাদিকদেরও অন্যত্র যেতে হচ্ছে।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশস্থলে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে। তবে ইন্টারনেটের গতি কিছুটা ধীর।

৩জি ও ৪জি পরিষেবা বন্ধের অর্থ হলো ব্যবহারকারীরা ইন্টারনেট সংযোগ পাবেন না। শুধু ফোনে কথা বলা যাবে ও এসএমএস আদান প্রদান করতে পারবেন।

সোর্সঃ  দ্য ডেইলি স্টার সহ অন্যান্য সংবাদ মাধ্যম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Press ESC to close