বাংলালিংক অডিট আপত্তির আরও ১৪ কোটি টাকা দিলো!

অডিট আপত্তির বিপুল পাওনার আরও ১৪ কোটি টাকা পরিশোধ করেছে বাংলালিংক।

সোমবার তৃতীয় দফায় এই টাকা দেয়া হলো। এই নিয়ে মোট ৭৮ কোটি টাকা পরিশোধ করলো অপারেটরটি।

এরআগে চলতি বছরের ২৭ জুলাই প্রথমে ৫০ কোটি টাকা দেয় তারা। এরপর দ্বিতীয় দফায় আরও ১৪ কোটি।

বিটিআরসির সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা বাংলালিংকের এই টাকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিটিআরসিতে করা বাংলালিংকের আবেদন অনুযায়ী অপারেটরটি মোট ৪২৭ কোটি ৭৩ লাখ ২৩ হাজার ৮১৯ টাকা ( ৩৮০ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ১১২ টাকা মূল এবং ৪৭ কোটি ১৪ লাখ ৬৬ হাজার ৬৬৭ টাকা অন্যান্য ফি) পরিশোধ করতে চায়।

যেখানে মূল পাওনা হতে তারা ২২৭ কোটি ৭৩ লাখ ২৩ হাজার ৮১৯ টাকা কোনো শর্ত ছাড়া ধাপে ধাপে পরিশোধ করে যাবেন। আর বাকি ২০০ কোটি টাকা তারা তখনই দেবেন যখন তারা লেট ফি ও ইন্টারেস্টে ছাড় পাবেন।

বাংলালিংকের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ধাপে ধাপে টাকা পরিশোধ করে যাচ্ছেন।

এর আগে চলতি বছরের ২৬ জুন বাংলালিংককে অডিট আপত্তির মধ্যে বিটিআরসির পাওনার ৮১১ কোটি ৩১ লাখ ৫৬ হাজার ১৭৩ টাকা টাকা পরিশোধে চিঠি দেয় বিটিআরসি। প্রথমে অপারেটরটিকে ১০ দিনের মধ্যে এই টাকা পরিশোধ করতে বলা হয়। পরে বাংলালিংক আবেদন করে কিছুটা সময় বাড়িয়ে নেয়।

এরপর বাংলালিংক ২৭ জুলাই ৫০ কোটি টাকা দিতে বিটিআরসিতে গেলে বাংলালিংকের শর্তের কারণে বিটিআরসি তা গ্রহণ করেনি।

পরে ৩ দিনের সময় দিয়ে ৩০ জুলাই বাংলালিংকের কাছে অডিট আপত্তিতে তাদের পুরো পাওনা টাকা চেয়ে চিঠি দেয় বিটিআরসি। এদিন বিকালে বাংলালিংক আবার ৫০ কোটি টাকা নিয়ে যায়।

তখন বাংলালিংকের কোনো শর্ত বিবেচনায় না নিয়ে এই টাকা গ্রহণ করে নিয়ন্ত্রণ সংস্থাটি। সেখানে এই টাকা অডিট আপত্তির মধ্যে টুজি লাইসেন্স কেইসে পাওনা দাবির একাংশ হিসেবে নেয়া হয়।

 

আমাদের ফেসবুক কমিউনিটির গ্রুপে জয়েন করুন।

 

গ্রুপ →→ MOCB

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Press ESC to close