প্যাকেজ নির্দেশিকা নিয়ে বিটিআরসি এবং মোবাইল অপারেটর প্রধানদের বৈঠক!

মেয়াদ বাড়িয়ে প্যাকেজ কমানোর নতুন ডেটা নির্দেশিকাসহ বেশ কিছু ইস্যুতে বিটিআরসিতে গিয়েছিলেন মোবাইল ফোন অপারেটরগুলোর সিইওরা।

মঙ্গলবার সকালে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, রবির সিইও রাজীব শেঠি, বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে যান।

এসময় তাদের সঙ্গে ছিলেন মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এমটব মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার (অবসরপ্রাপ্ত) ।

অপারেটরদের শীর্ষ পর্যায়ের এই প্রতিনিধি দল বিটিআরসি চেয়ারম্যান শ্যাম ‍সুন্দর সিকদারে সঙ্গে বৈঠকে বসেন। ৪৫ মিনিটের মতো সময়ে ওই বৈঠক হয়।

বৈঠকে অপারেটররা ৩ দিনের ডেটা প্যাকেজ ইস্যুর বিষয়টি তুলে ধরে নতুন ডেটা নির্দেশিকার বিষয়ে তাদের মতামত জানান। সিইওরা চান, ৩ দিনের ডেটা প্যাকেজ চালু থাকুক। তারা বলেন, এই প্যাকেজ ৫০ শতাংশের বেশি গ্রাহক ব্যবহার করেন। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান তারা।

বিটিআরসি চেয়্যারম্যান সিইওদের নতুন ডেটা নির্দেশিকা চালু করতে বলেন। এরপর এটি বাজারে কী ইম্প্যাক্ট ফেলে তা পর্যালোচনা করার কথা বলেন। ১ মাস পরে বিষয়টি রিভিউ করার আশ্বাস দেন।

সিইওদের পক্ষে এমটব মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার (অবসরপ্রাপ্ত) লেট ফি’র প্রসঙ্গে বলেন। তিনটি অপারেটরেরই অডিট অপত্তিতে লেট ফি বাবদ বিপুল পাওনার ইস্যু রয়েছে।

লেট ফির ক্ষেত্রে গাইডলাইন অনুযায়ী তা নির্ধারিত তারিখের ৬০ দিন পর্যন্ত আদায়ের কথা বলেন মোহাম্মদ জুলফিকার।

বিটিআরসি চেয়ারম্যান তাদের জানান, নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দেয়া হলে পরবর্তীতে ৬০ কর্মদিবসের মধ্যে উইথ লেট ফি এটা নবায়ন যায়। এটার অর্থ এই নয় যে, ৬০ দিনের বেশি লেট ফি আদায় করা যাবে না। বিটিআরসি সিদ্ধান্ত নিতে পারে যে কী করা হবে।

তারপরও যদি প্রত্যেকের যুক্তি থাকে ইস্যু হিসেবে তাহলে আলাদা আলাদা আলোচনা করার কথা বলেন তিনি।

অপারেটরের প্রতিনিধিরা মাইক্রো রেগুলেশন প্রসঙ্গে কথা বলেন। তারা বলেন, একদম ইন্টারনাল কিংবা ছোট ছোট ব্যবসায়িক বিষয়ে রেগুলেশন তাদের গতি কমিয়ে দেয়।

এ বিষয়ে অপারেটরদের কোথায় কোথায় সমস্যা তা জানাতে বলেন বিটিআরসি চেয়ারম্যান এবং তা দেখার আশ্বাস দেন তিনি।

আলোচনায় ফাইবার প্রসঙ্গে আসে। অপারেটরদের প্রতিনিধি দল জানান, তাদের নিজেদের ফাইবার কেটে গেলে সেটা মেরামত করতে গিয়ে তারা ঝামেলায় পড়ছেন।

বিটিআরসি চেয়ারম্যান এনটিটিএনদেরসহ একটি বৈঠক করে এ বিষয়ে দেখার আশ্বাস দেন।

© টেকশহর

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Press ESC to close